ফুলপুরে জাতীয় যুব দিবস উদযাপন

0

ময়মনসিংহের ফুলপুরে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় যুব দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের সম্প্রসারণ প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান এতে সভাপতিত্ব করেন। এসময় উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আবুল বশার ভূঞার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, পৌরসভার মেয়র মি. শশধর সেন, ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুছ, উপজেলা সমবায় অফিসার আব্দুল গফুর, উপজেলা কৃষি অফিসার ফারুক আহমেদ, সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার তরিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম, এম এ মান্নান, আল আমিন যুব কল্যাণ সংস্থার সদস্যবৃন্দ, গ্রামাউস, ঠাকুরবাখাই অ্যাক্টিভ যুব সংস্থার সদস্যবৃন্দ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here