ময়মনসিংহের ফুলপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১০ মার্চ) সকাল ১১টায় এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে ‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দুর্যোগ প্রস্তুতি সবসময়’ প্রতিপাদ্য বিষয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বশার ভূঞা, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রমুখ। বক্তারা ভূমিকম্প, অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া ও মানবসৃষ্ট দুর্যোগসহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি ও জানমালের ক্ষয়ক্ষতি সহনীয় পর্যায়ে রাখা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।