ময়মনসিংহের ফুলপুরে টানা দুই দিনের অতিবৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হলে পৌর মেয়র শশধর সেন ওইসব এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ করেছেন। রবিবার সন্ধ্যায় পৌরসভার আমুয়াকান্দা, দিউ, চরপাড়া ও কাজিয়াকান্দাসহ বিভিন্ন ওয়ার্ডে সরেজমিন গিয়ে অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ৯০০ প্যাকেট ত্রাণ বিতরণ করেন তিনি। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া ১ কেজি, গুড় ১ পোয়া, ৫০০ গ্রামের মুড়ির প্যাকেট ১টি, ম্যাচ ১টি ও ১টি করে মোম বাতি।
এ সময় প্যানেল মেয়র মনির হোসেন, কাউন্সিলর মোশাররফ হোসেন, তফাজ্জল হোসেন, কছিম উদ্দিন, তাসনোভা নাসরিন নিশু, কমলা, লিজা আক্তার প্রমুখ তার সাথে উপস্থিত ছিলেন।