ময়মনসিংহের ফুলপুরে ঈদের আনন্দ সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে গোদারিয়া আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন জায়গায় হত দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার বেলা ১টার দিকে ‘জনসেবায় প্রশাসন, সাথে আছে সারাক্ষণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলপুর উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের পক্ষ থেকে আশ্রয়ণ প্রকল্পের ২০টি ও উপজেলা পরিষদের সামনে জমায়েত হওয়া ৪০টিসহ মোট ৬০টি পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে ১ কেজি চিনি, ১ প্যাকেট বনফুল লাচ্চা সেমাই, ১ কেজি পিয়াজ, ১ লিটার তেল, ১টি সাবান ইত্যাদি বিতরণ করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) অমিত রায় কল্লোল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আশীষ কর্মকার প্রমুখ উপস্থিত ছিলেন।