ময়মনসিংহের ফুলপুরে গাঁজাসহ জাহাঙ্গীর নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা গ্রাম থেকে ১ কেজি গাঁজাসহ ফুলপুর থানা পুলিশ তাকে আটক করে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক কারবারি সম্বন্ধে জানতে পারে।
পরে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞার দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার ও ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে এসআই মোস্তাক আহমেদ তার সঙ্গীয় এএসআই আবুল বাসেদ, এএসআই রতন চৌধুরী ও এএসআই মনিরুজ্জামানকে নিয়ে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করে। আটককৃত মাদক কারবারি জাহাঙ্গীর ফুলপুর পৌরসভার কাজিয়াকান্দা গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।