ফুয়াদের সুরে কনার গান

0
ফুয়াদের সুরে কনার গান

ফুয়াদ আল মুক্তাদির সুরে নতুন একটি গান এনেছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। গানের নাম ‘ভিতর ও বাহিরে’।

গানটি কনার নিজস্ব ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে। গানের কথা লিখেছেন আবদার রহমান। সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। মিউজিক ভিডিও নির্মাণ করেছে কাইনেটিক টিম।

ফুয়াদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে কনা বলেন, ক্যারিয়ারের শুরু থেকে ফুয়াদের সঙ্গে কাজ করে যাচ্ছি। তার সুর ও সংগীতায়োজনে অ্যালবাম থেকে শুরু করে একক গান, প্লেব্যাক এমনকি বিজ্ঞাপনের জিঙ্গেলেও কণ্ঠ দিয়েছি। নতুন কিছু তৈরিতে আমাদের বোঝাপড়াও দারুণ।

গানটি দর্শকের প্রত্যাশা পূরণ করবে বলে আশা করছেন এই সংগীতশিল্পী। কনা জানিয়েছেন, আরও কয়েকটি নতুন গান তৈরি করছেন তিনি। একে একে প্রকাশ করবেন সেগুলোও। শুধু তাই নয়, গান প্রকাশের পাশাপাশি বিভিন্ন কনসার্টেও অংশ নিচ্ছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here