ফুডি’র আয়োজনে ইফতার ও সাহরী ফেস্ট

0

বাংলাদেশের ফুড ডেলিভারি ভিত্তিক জনপ্রিয় ফুডি অ্যাপ একটি ব্যতিক্রমধর্মী ফেস্টিভ্যাল আয়োজন করতে যাচ্ছে। আজ ২০ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত ঢাকার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ এর মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুডি ইফতার ও সাহরী ফেস্ট ২০২৫। 

এ মেলার মাধ্যমে পবিত্র রমজান মাসে নানাবিধ আয়োজনের সমাহার নিয়ে উপস্থিত থাকবে নতুন ও পুরাতন ঢাকার জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর মধ্যে প্রায় ৩০টি স্টল।

আসন্ন ঈদ উল ফিতরকে সামনে রেখে এ মেলায় বিশেষ আয়োজন থাকছে আগামী ২৬ মার্চ থেকে স্পেশাল মেহেদি ফেস্টিভ্যাল।

অনলাইনে খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডি, শিক্ষিত তরুণ সমাজকে কর্মক্ষম করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছে, যা দেশের বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনলাইনভিত্তিক এ প্ল্যাটফর্ম বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here