ফুটসাল চ্যাম্পিয়নশিপে জয়ে ফিরল বাংলাদেশ

0
ফুটসাল চ্যাম্পিয়নশিপে জয়ে ফিরল বাংলাদেশ

সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে নেপালকে ৩–০ গোলে হারিয়ে দারুণ এক জয় পেয়েছে সাবিনা খাতুনের দল।

এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। খেলার প্রথম পাঁচ মিনিটেই লিড নেওয়ার সুযোগ আসে। মাতসুশিমা সুমায়ার পাসে গোলের সামনে বল পেলেও সুযোগটি কাজে লাগাতে পারেননি অধিনায়ক সাবিনা।

তবে ১৩ মিনিটে ভুল পুষিয়ে দেন সাবিনা। কৃষ্ণা রানি সরকারের নিখুঁত পাস পেয়ে নেপালের গোলরক্ষককে কাটিয়ে বক্সের বাইরে থেকে শান্ত ফিনিশে দলকে এগিয়ে নেন তিনি। পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কৃষ্ণা রানি নিজেই। ডিফেন্ডারকে কাটিয়ে বাইরে থেকে নেওয়া শক্তিশালী শটে কোনো সুযোগ দেননি নেপালের গোলরক্ষককে।

গোল হজমের পর নেপাল গোলরক্ষক বদলালেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতেই। ৩৩ মিনিটে আবারও সহায়কের ভূমিকায় মাতসুশিমা সুমাইয়া। তার পাসে বক্সের ভেতর জায়গা করে নিয়ে সহজ ফিনিশে তৃতীয় গোলটি করেন লিপি আক্তার।

এই জয়ে তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ এখন ৭ পয়েন্ট। টুর্নামেন্টে প্রথম ম্যাচে ভারতকে ৩–১ গোলে হারালেও দ্বিতীয় ম্যাচে ভুটানের সঙ্গে ৩–৩ গোলে ড্র করে তারা। আগামী বুধবার (২১ জানুয়ারি) লিগের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাবিনারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here