গত বছর আর্জেন্টিনার বিপক্ষে ‘লা ফিনালিসিমা’ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছিলেন জর্জিও চিয়েল্লিনি। কিন্তু এবার সবধরনের ফুটবল থেকেই বিদায়ের ঘোষণা দিলেন ইতালির কিংবদন্তি এই ডিফেন্ডার।
ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘গোল.কম’ জানিয়েছে, আজ যেকোনো সময় অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন চিয়েল্লিনি। এরপর তাকে দেখা যেতে পারে নিজের সাবেক ক্লাব জুভেন্টাসের কর্মকর্তা হিসেবে।
ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো ইঙ্গিত দিয়েছে, ৩৯ বছর বয়সে খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর নিজের সাবেক ঠিকানা তুরিনে ফিরে যাচ্ছেন চিয়েল্লিনি। ফলে শহরের ক্লাব জুভেন্টাসের ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় তাকে ফের দেখা যেতে পারে। যদিও খেলোয়াড় হিসেবে নয়, ক্লাবের প্রশাসনিক বিষয় দেখভালের দায়িত্ব নিতে পারেন তিনি। আবার শোনা যাচ্ছে, মেজর লিগের উন্নতিতেও ভূমিকা রাখতে চান চিয়েল্লিনি।