ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৯ জানুয়ারি) জেলার আশুগঞ্জ উপজেলার সোহাগপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মামলার প্রধান আসামি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের গৌতম পাড়ার মৃত মো. খোরশেদ আলীর ছেলে মো. কাছম আলী (৫৫), তার ভাই জামান মিয়া (২৭) ও একই এলাকার ডাক্তার আলীর ছেলে মো. রিয়াদ মিয়া (২০)।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।
নিহত শফিক ওই এলাকার মো. ধন মিয়া খন্দকারের ছেলে। এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করে র্যাব। মঙ্গলবার তিন আসামিকে গ্রেফতার করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে র্যাব।