রংপুরের কাউনিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আশিকুর রহমান এক যুবক নিহত হয়েছেন। এসময় আরও ৫ জন আহত হয়েছে।
নিহত আশিকুর উপজেলার বালাপাঢ়া ইউনিডনের হরিশ্বর গ্রামের রেল কলোনির তপেল উদ্দিনের ছেলে। শুক্রবার রাতে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছেন।
কাউনিয়া থানার ওসি মুন্তাছির বিল্লাহ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রমেক মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।