কক্সবাজারের চকরিয়ায় ছুরিকাঘাতে নিহত হয়েছে মো. শেফায়েত হাবিব (১৭) নামে এক কিশোর। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে উপজেলার বিএমচর ইউনিয়নের বেতুয়া বাজারস্থ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিব পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড কালাগাজি সিকদার পাড়ার শাহাব উদ্দিনের ছেলে। সে স্থানীয় পর্যায়ের একজন ফুটবল খেলোয়াড় ছিল। ঘাতক তারিকুল ইসলাম মিশু (১৯) বিএমচর ইউনিয়নের স্কুল পাড়ার আবু বক্করের ছেলে।