সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে। এর আগে শুক্রবার অনুশীলনে নামেন ক্রিকেটাররা।
অনুশীলনের অংশ হিসেবে ফুটবল খেলছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। মিনিট কয়েক খেলার পরই দেখা যায় মাটিতে লুটিয়ে পড়েন মেহেদী হাসান মিরাজ। ব্যথায় কাতরাতে থাকেন তিনি। পরে জানা গেছে চোখে চোট পাওয়া মিরাজকে নিতে হয়েছে হাসপাতালেও।
এর আগে ওয়ানডে সিরিজের আগে চোট পান জাকির হাসান। বৃদ্ধাঙ্গলিতে চোট পাওয়ায় এই ফরম্যাটের দলে প্রথমবার সুযোগ পাওয়া এই ক্রিকেটার ছিটকে যান। তার জায়গায় দলে নেওয়া হয়েছে রনি তালুকদারকে।