ফুটবলে ইসরায়েলকে হারিয়ে স্বর্ণ জিতল বাংলাদেশের মেয়েরা

0

বার্লিনে বিশেষ অলিম্পিক গেমসে এবার ফুটবলেও স্বর্ণ জিতল বাংলাদেশ। বৃষ্টিস্নাত দিনটিতে লেভের ত্রি-এর সেভেন এ সাইড  ফুটবলে বাংলার মেয়েরা ফাইনালের প্রতিপক্ষ ইসরায়েলকে ২-০ গোলে হারিয়ে এই গৌরব অর্জন করে। 

বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের মাইফেল্ডে ম্যাচের শুরু থেকেই বাংলার মেয়েদের চাপে রাখে শক্ত প্রতিপক্ষ ইসরায়েল। দৈহিক গঠন ও গোলে শট নেয়ার ভাল সামর্থ্য থাকায় কিছুটা এগিয়ে ছিল ইসরায়েল। তবে তাদের সমস্ত আক্রমণ ঠেকিয়ে দেয় বাংলাদেশের রক্ষণভাগ। খেলার প্রথমার্ধে গোল শুন্য ড্র হলেও দ্বিতীয়ার্ধে ইসরায়েলের ব্যূহ ভেদ করতে সক্ষম হয় বাংলাদেশ। পেয়ে যায় প্রথম গোল। এক সময় খেলার নিয়ন্ত্রণও নিয়ে নেয় বাংলাদেশ। মনোবলে চিড় ধরে ইসরায়েলের নারী ফুটবল দলের। এসময় নিখুঁত পাসে বাংলার মেয়েরা আদায় করে নেয় দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত দারুণ খেলে ছিনিয়ে নেয় পরম আরাধ্য স্বর্ণ।

আর হ্যান্ডবলের মেয়েদের সেমিফাইনালে সৌদি আরবকে ২৩-৩ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় বাংলাদেশ। ছেলেদের ভলিবল দলের সাফল্য অব্যাহত রয়েছে। দলটি সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ সেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here