ফুটবলকে বিদায় জানালেন সিলভা

0

স্পেনের সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার ডেভিড সিলভা ২০ বছরের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন। রোমাঞ্চকর ক্যারিয়ারের জন্য সিলভা ‘থ্যাংক ইউ ফুটবল’ বলে কৃতজ্ঞতাও জানিয়েছেন। মূলত পায়ের লিগামেন্টে গুরুতর ইনজুরির কারণে ৩৭ বছর বয়সেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।

স্প্যানিশদের জার্সিতে দুইবারের ইউরোজয়ী এই তারকা ফুটবলার বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে অবসরের ঘোষণা দিয়ে  বলেন, ‘আজকের দিনটা আমার জন্য অত্যন্ত দুঃখের। আমি বিদায় বলছি যাকে জীবনের সবকিছু দিয়েছিলাম। আজ সতীর্থদের, সহকর্মীদের বিদায় বলার দিন। তারা আমার কাছে পরিবারের মতো। আমি তোমাদের (ভ্যালেন্সিয়া, এইবার, সেল্টা, ম্যানচেস্টার সিটি ও রিয়াল সোসিয়েদাদ) মিস করব। তোমাদের ধন্যবাদ, কারণ তোমরা আমাকে ঘরের মতো অনুভুতি দিয়েছো।’

জাতীয় দলের হয়ে ১২৫ ম্যাচে ৩৫ গোল ও ৩২টি অ্যাসিস্ট করেছেন সিলভা। একইসঙ্গে স্প্যানিশ জার্সিতে তিনি ফিফা বিশ্বকাপ ও দু’টি ইউরোর শিরোপাও জিতেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here