ফুটবলকে কবে বিদায় জানাবেন, জানালেন বোনুচ্চি

0

দীর্ঘ পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন লিওনার্দো বোনুচ্চি। আগামী মৌসুম শেষে অবসর নেবেন বলে জানিয়েছেন ইতালি ও জুভেন্টাসের অভিজ্ঞ এই ডিফেন্ডার।

দুই মেয়াদে জুভেন্টাসের হয়ে ৮টি সেরি আ শিরোপা জিতেছেন বোনুচ্চি। গত সপ্তাহে সেভিয়ার বিপক্ষে ইউরোপা লিগের ম্যাচটি ছিল তুরিনের ক্লাবটির হয়ে তার ৫০০তম ম্যাচ। আগামী মৌসুমেই ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে। ইতালির হয়ে ১২০ ম্যাচ খেলেছেন ৩৬ বছর বয়সী বোনুচ্চি। দেশের হয়ে জিতেছেন ২০২০ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ।

২০০৫ সালে আরেক ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু হয় বোনুচ্চির। ২০০৫-০৬ মৌসুমে ক্লাবটির হয়ে নিজের প্রথম সেরি আ শিরোপা জেতেন তিনি। ২০১০ সালে জুভেন্টাসে যোগ দেওয়ার আগে বোনুচ্চি খেলেছেন আরও কয়েকটি ক্লাবে। জুভেন্টাসে যোগ দিয়ে গোলরক্ষক জানলুইজি বুফ্ফন, দুই ডিফেন্ডার জর্জো কিয়েল্লিনি ও আন্দ্রেয়া বারজাগলিকে নিয়ে বোনুচ্চি ক্লাবটিতে গড়ে তোলেন বিখ্যাত সেই রক্ষণদূর্গ, যা ইতালিয়ান ফুটবলে আধিপত্য করে এক দশক ধরে।

২০১১-১২ থেকে ২০১৯-২০ মৌসুমের মধ্যে টানা ৯টি সেরি আ জেতে জুভেন্টাস। এর মধ্যে ৮টির জয়ী দলের অংশ ছিলেন বোনুচ্চি, মাঝে ২০১৭-১৮ মৌসুমে তিনি খেলেন এসি মিলানের হয়ে। বোনুচ্চি মনে করেন, তার বিদায়ের মধ্য দিয়ে ইতালিয়ান ফুটবলে একটা যুগের সমাপ্তি হবে। তিনি বলেন, আমি যখন আগামী বছর অবসর নেব, সেটা একটা ডিফেন্সিভ যুগের সমাপ্তি ঘটাবে।

২০১০ সালের মার্চে ইতালির হয়ে অভিষেক হয় বোনুচ্চির। এর চার বছর পর প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হন তিনি। দলটির হয়ে খেলেছেন দুটি বিশ্বকাপ ও তিনটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। চলতি মৌসুমে সেরি আয় পয়েন্ট তালিকায় দুইয়ে আছে জুভেন্টাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here