ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণার টাইমলাইন সাজাচ্ছে যুক্তরাষ্ট্র, শিগগিরই ঘোষণা: রিপোর্ট

0

এবার মধ্যপ্রাচ্যে কূলাতে না পেরে নতুন শান্তি ফর্মূলা নিয়ে হাজির হতে চলেছে যুক্তরাষ্ট্র ও তার আরব মিত্ররা। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি চুক্তি করতে চায় তারা। আর সেই শান্তি চুক্তির প্রধান উদ্দেশ্য হবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের সময়সীমা নির্ধারণ করা। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। জানানো হয়েছে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আসতে পারে এই ঘোষণা।

ওই প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ও আরব কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, হামাস ও ইসরায়েলের মধ্য যুদ্ধবিরতি অর্জনের ক্ষেত্রে এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এই যুদ্ধবিরতির সময়সীমা হবে অন্তত ছয় সপ্তাহ। এসময় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ণাঙ্গ পরিকল্পনা সামনে আনা হবে। ফিলিস্তিনে অন্তবর্তী সরকার গঠন করে এই পরিকল্পনা নিয়ে সামনে আগাতে চায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। তবে ইসরায়েল এই প্রস্তাবে রাজি হবে কিনা সেব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি ওই প্রতিবেদনে।

ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে চুক্তির আওতায় ইসরায়েলকে সবধরনের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হবে। সেই সাথে আরব রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক স্বাভাবিক করার সুবিধাও পাবে তেলআবি।

সূত্র: টাইমস অব ইসরায়েল ও ওয়াশিংটন পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here