ফিলিস্তিন রাষ্ট্র গঠন ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ সমাধান : রাশিয়া

0

একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন শান্তির জন্য ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ সমাধান বলে জানিয়েছে রাশিয়া।

সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন শান্তির জন্য ‘সবচেয়ে নির্ভরযোগ্য’ সমাধান এবং শুধু সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করা নিরাপত্তা নিশ্চিত করবে না। 

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি ফিলিস্তিন রাষ্ট্র তৈরি করা, যা ইসরায়েলের সঙ্গে পাশাপাশি থাকবে…এটি (সংঘাত) সমাধানের সবচেয়ে নির্ভরযোগ্য পথ।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা তাদের সঙ্গে একমত হতে পারি না, যারা বলে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমেই নিরাপত্তা নিশ্চিত করা যায়।’

তিনি বলেন, মস্কো ‘গভীরভাবে উদ্বিগ্ন। কারণ শত শত ইসরায়েলি ও ফিলিস্তিনি মারা গেছে এবং গাজাকে ইসরায়েলি প্রতিশোধের লক্ষ্য হিসেবে ঘোষণা করা হয়েছে।’

লাভরভ বলেছেন, প্রায় ২০ মাস ধরে ইউক্রেনে যুদ্ধ করা রাশিয়ার ইসরায়েল সম্পর্কে পশ্চিমা নীতি নিয়ে ‘গুরুতর প্রশ্ন’ রয়েছে। 

ফিলিস্তিনের সমস্যা আর বিলম্বিত করা উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

আরব লীগের প্রধান আহমেদ আবুল গীত বলেছেন, তিনি সব দিক থেকে সহিংসতার নিন্দা করেন। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক সম্ভাবনা তৈরি ও ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের একটি ন্যায্য সমাধান দাবি করছি।

উল্লেখ্য, শনিবার ভোরে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা শুরু করে। হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছে দুই হাজার দুই শতাধিক। অপরদিকে, ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৪৯৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দুই হাজার ৭৫০ ফিলিস্তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here