ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার বলেছেন, আঞ্চলিক অগ্রগতি নিয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠক আহ্বান করেছে ইরান।
ওআইসি ৫৭টি সদস্য রাষ্ট্রের সমন্বয়ে গঠিত, যার মধ্যে ৪৮টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ । সংস্থাটি ‘আন্তর্জাতিক শান্তি ও সম্প্রীতির চেতনায় মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা ও সুরক্ষার জন্য’ কাজ করে।
ইরানের বিরুদ্ধে হামাসকে অস্ত্র সরবরাহের অভিযোগ আনা হলেও যুক্তরাষ্ট্র গতকাল বলেছে, তারা এর কোনো প্রমাণ দেখেনি।
ইসরায়েলের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিনের সশস্ত্রগোষ্ঠী হামাস। ইতিমধ্যে প্রাণ গেছে সহস্রাধিক মানুষের। শনিবার ইসরায়েলের ভূখণ্ডে হামাস নজিরবিহীন রকেট হামলা শুরু করে। মাত্র ২০ মিনিটে পাঁচ হাজার রকেট ছুড়ে নিজেদের শক্তির জানান দেয় হামাস। ইসরায়েলও হামলা শুরু করে। এতে ফিলিস্তিনের অন্তত ৫০০ মানুষ নিহত হয়েছে।