ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বরিশাল নগরীতে মানববন্ধন করছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার বিকেলে নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন করে ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর শাখা। এতে প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদক ডা. রেজওয়ানুল ইসলাম।
শিবিরের মহানগর সভাপতি রিয়াজুল ইসলাম মানববন্ধনে সভাপতিত্ব করেন। ছাত্রশিবিরের বরিশাল মহানগরের সেক্রেটারি হাসান মাহমুদ নাঈমের সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম, মহানগরীর অফিস সম্পাদক ইকরামুর রহমান, প্রচার সম্পাদক রাশেদুল হাসান, অর্থ সম্পাদক আব্দুর রহমান সুজন, বিশ্ববিদ্যালয় সেক্রেটারি মনিরুল ইসলাম, অফিস সম্পাদক ওবায়দুর রহমান, মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক নাজমুল হক, মাদ্রাসা সম্পাদক মুহিবুল্লাহ আরাফাত, ছাত্র কল্যাণ সম্পাদক আবির হোসেন নোমান প্রমুখ নেতারা।
এরআগে দুপুরে শহরের নতুল্লাবাদ এলাকায় তৌহিদী ওলামা জনতার ব্যানারে প্রতিবাদ, বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, গাজায় মুসলমান নিধনে নারী শিশু নির্বিচারে গণহত্যায় গোটা বিশ্ববাসী ক্ষুব্ধ। মুসলিমদের রক্তের বন্যা বইছে ফিলিস্তিনে।