গোটা গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ চালানোর পর এবার এর দক্ষিণে অবস্থিত রাফাহ শহরে রবিবার রাত থেকে সেখানের ফিলিস্তিনিদের উপর বর্বর হামলা শুরু করেছে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। এর প্রতিবাদে ফের একবার ফুঁসে উঠেছে পুরো বিশ্ব। বিশ্বনেতাদের পাশাপাশি, সাধারণ মানুষ ও বিভিন্ন অঙ্গনের তারকারাও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
মঙ্গলবার রাত থেকেই টালিউড-বলিউড তারকাদের সোশ্যাল মিডিয়ায় একটাই কথা, All Eyes on Rafah। গোটা বিশ্বের নানা প্রান্তের মানুষ যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের রাফায় আশ্রয় নেওয়া ফিলিস্তিনিদের সমর্থনে যে পোস্ট করছে সেখানেই উল্লিখিত হচ্ছে ‘অল আইজ অন রাফা’। আর সেই ট্রেন্ডেই একমত প্রকাশ করেছেন ভারতীয় তারকা পরমব্রত চট্টোপাধ্য়ায়, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া ও আলিয়া ভাটরা।