ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫

0

ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবিরে সোমবার ইসরায়েলি বাহিনীর অভিযান নিহত বেড়ে ৫- এ দাঁড়িয়েছে। এ ঘটনায় ৯১ জন আহত হয়েছেন।

সোমবার ভোরে হঠাৎ ক্যাম্পে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। বিষাক্ত গ্যাস, স্টান গ্রেনেড এবং গুলি ছুড়ে তারা। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকাটিতে।

আলজাজিরার প্রতিবেদনে জানা গেছে, অভিযানের সময় ইসরায়েলি সামরিক হেলিকপ্টার থেকে রকেট ছোড়া হয় এবং ক্যাম্পে নজরদারি বিমান টহল দিচ্ছিল।

এদিক ইসরায়েলের এই অভিযানের পর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, সেখানকার পরিস্থিতি খারাপ হচ্ছে। এতে তিনি উদ্বিগ্ন। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here