ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভের প্রস্তুতি, জর্ডানে গ্রেফতার ২৫

0

গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থান কর্মসূচির প্রস্তুতি নেওয়ার সময় বিভিন্ন স্থান থেকে ২৫ জনকে আটক করেছে জর্ডানের নিরাপত্তা বাহিনী। 

গ্রেফতারদের মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্র, ফার্মাসিস্ট, চিকিৎসক এবং ইসলামিক অ্যাকশন ফ্রন্টের ১২ সদস্য রয়েছেন। 

দেশটির গণমাধ্যম বিষয়ক মন্ত্রণালয় ও সরকারের মুখপাত্র মুহাননাদ মুবাইদিন মিডল ইস্ট আইকে বলেছেন, সীমান্ত এলাকায় অনশন বৈধ নয় বলেই সরকারি বাহিনী তাদের সেখান থেকে সরিয়ে এনেছে। তিনি বলেন, ‘জর্ডানের সেনাবাহিনী সীমান্ত এলাকা দেখাশোনা করে। কোনো সাধারণ নাগরিকের সেখানে প্রবেশাধিকার নেই। সেখানে কোনো গণজমায়েত করা যাবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here