ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি পুলিশ নিহত

0

ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে এক ইসরায়েলি পুলিশ নিহত হয়েছে। শনিবার তেলআবিবে এই ঘটনা ঘটে। ইসরায়েলি পুলিশের পাল্টা গুলিতে পরে ওই বন্দুকধারীও নিহত হয়।

জেরুজালেম পোস্টের খবর অনুসারে, নিহত ইসরায়েলি পুলিশের নাম চেন আমির। তিনি তেল আবিব শহরে ইন্সপেক্টর হিসেবে দায়িত্বরত ছিলেন। তার তিনটি কন্যা রয়েছে।

অন্যদিকে ঘটনার সময় উপস্থিত ইসরায়েলি আরেক পুলিশ কর্মকর্তার গুলিতে ওই বন্দুকধারী নিহত হন।

নিহত ফিলিস্তিনি যুবকের নাম কামাল আবু আহমেদ। ২২ বছর বয়সী এই যুবক দখলকৃত জেনিনের বাসিন্দা ছিলেন। তিনি ফিলিস্তিনি ইসলামি জিহাদের সদস্য ছিলেন।  ইসরায়েলি পুলিশ ঘটনাস্থলে একটি চিরকুট পেয়েছে যাতে ফিলিস্তিনি যুবক শহীদ হওয়ার আকাঙক্ষার কথা লিখে গেছেন। 

ইসরায়েলি আইন-শৃঙ্খলা বাহিনী যাচাই করে দেখছে, ফিলিস্তিনি ওই যুবক তেল আবিবে কিভাবে প্রবেশ করল। 

এদিকে হামাস এই ঘটনার প্রশংসা করে বলেছে, এটা ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের ফলাফল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here