যুদ্ধ শেষে গাজা উপত্যকায় ইসরায়েলি সেনা থাকার ঘোষণা দিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এবার নরম সুর দেখা গেল দেশটির প্রতিরক্ষারমন্ত্রীর।
প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, যুদ্ধ শেষে গাজা উপত্যকায় নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের কাছেই ফিরিয়ে দেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গ্যালান্ট বলেন, “গাজা ফিলিস্তিনি ভূখণ্ড। ফিলিস্তিনিরা সেখানে বসবাস করেন এবং ভবিষ্যতেও উপত্যকার নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতেই। গাজার ভবিষ্যৎ সরকার অবশ্যই সেখান থেকেই উদ্ভূত হবে।”
তিনি আরও বলেন, “আমরা এটুকু বলতে পারি যে আমাদের অভিযান শেষ হওয়ার পর গাজা থেকে আর কোনও নাশকতার হুমকি আসবে না। সেই সঙ্গে আরও বলতে পারি, একটি সশস্ত্র সামরিক গোষ্ঠী হিসেবে হামাস আর গাজা নিয়ন্ত্রণ করতে পারবে না।”
সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, গাজায় ভবিষ্যতে বেসামরিক সরকার প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা করছে ইসরায়েল।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে গাজার ক্ষমতায় আছে হামাস। সশস্ত্র এই গোষ্ঠীটি ফিলিস্তিনের অপর অংশ পশ্চিম তীর অঞ্চলে ক্ষমতাসীন প্যালেস্টাইনিয়ান অথরিটি (পিএ) বা ফাতাহ সরকারের বিরোধী। পিএ দ্বিরাষ্ট্র সমাধানে আস্থাশীল হলেও হামাস তাতে বিশ্বাসী নয়। নীতিগতভাবে এই গোষ্ঠী ইসরালকে নির্মূল করতে প্রতিজ্ঞাবদ্ধ। সূত্র: টাইমস অব ইসরায়েল