অবরুদ্ধ গাজায় বোমাবর্ষণে ও সহায়তা প্রবেশের পথ বন্ধ করে দেওয়ায় মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের সমালোচনা করছে। এমন সময় গাজায় বিমান থেকে খাবার ফেলেছে মার্কিন সামরিক কার্গো বিমান।
খবর অনুসারে, যুক্তরাষ্ট্র, জর্ডান বিমান বাহিনীর সাথে মিলে গাজায় একটি সম্মিলিত মানবিক সহায়তা কর্মসূচি পরিচালনা করেছে। এর আওতায় বিমান থেকে খাবার ফেলা হয়।
বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলে ত্রাণের জন্য লাইনে দাঁড়ানোর সময় শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়ার একদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র গাজায় বিমান থেকে ত্রাণ পাঠাবে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি শুক্রবার বলেছেন, আগামী কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র একাধিক এয়ারড্রপ কর্মসূচি চালাবে। এটা জর্ডানের সঙ্গে সমন্বয় করা হবে।
ড্রপ পরিচালনা করেছে … চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ করতে,”