ফিলিস্তিনিদের কষ্টে অভ্যস্ত হবেন না : সালাহ

0

যেখানে পুরো বিশ্ব বড়দিনের আনন্দে মেতেছে, সেখানে ইসরায়েলের হামলায় অন্ধকারে আছে ফিলিস্তিনিরা। গাজায় নারী ও শিশুসহ অগণিত মানুষ মানবেতর জীবন যাপন করছেন- যা হৃদয় ছুঁয়ে গেছে মোহাম্মদ সালাহরও।

সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোয় সজ্জিত ক্রিসমাস ট্রি নয় বরং সাদাকালো ক্রিসমাস ট্রির ছবি পোস্ট করে সালাহ আর্তি জানিয়েছেন, যারা প্রাণ হারিয়েছে, যারা স্বজন হারিয়েছে, তাদের কথা যেন বিস্মৃতির অতলে তলিয়ে না যায়।

‘দয়া করে তাদের ভুলে যাবেন না এবং তাদের এই দুর্ভোগের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবেন না। মেরি ক্রিসমাস।’-আরো যোগ করেন মোহাম্মদ সালাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here