ফিলিপাইনে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

0
ফিলিপাইনে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন। শুক্রবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। এই ভূমিকম্পটি দেশের ওপর সাম্প্রতিক সময়ে আঘাত হানা দু’টি শক্তিশালী ভূমিকম্পের এক সপ্তাহ পর সংঘটিত হলো।

প্রাদেশিক উদ্ধারকর্মী রালফ ক্যাডালেনা এএফপিকে জানিয়েছেন, ‘ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

ক্যাডালেনা বলেছেন, ‘আমরা হঠাৎ একটি শক্তিশালী ঝাঁকুনি অনুভব করেছি, তবে এটি বেশিক্ষণ স্থাায়ী ছিলনা।’

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি সুরিগাও দেল নর্তে প্রদেশের দাপা পৌরসভার কাছে প্রায় ৬৯ কিলোমিটার (৪৩ মাইল) গভীরে আঘাত হেনেছে।

এরআগে মিন্দানাও দ্বীপের পূর্ব অংশে ৭ দশমিক ৪ মাত্রার এবং ৬ দশমিক ৭ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পর এই ভূমিকম্প আঘাত হেনেছে। ওই ভূমিকম্পে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, কয়েকদিন আগে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশে ৬.৯ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৭৬ জন নিহত হয় এবং ৭২ হাজার বাড়ি-ঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত ফিলিপাইনে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ঘটনা। এটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত তীব্র ভূমিকম্পের একটি চাপ।

১৯৭৬ সালে মিন্দানাও দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূলে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ফলে সুনামি হয়। ফলে ৮ হাজার মানুষ মারা যায় বা নিখোঁজ হয়, যা ছিল ফিলিপাইনের সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। সূত্র: খালিজ টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here