ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বাসিলান প্রদেশের বালুক-বালুক দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার স্থানীয় গভর্নর এ তথ্য জানিয়েছেন।
দ্য এমভি লেডি মেরি জয় ৩ নামের যাত্রীবাহী ফেরিটিতে স্থানীয় সময় বুধবার রাতে আগুন ধরে। এটি আরেকটি দ্বীপে যাচ্ছিল।
বাসিলান গভর্নর জিম সালিমান বলেন, প্রাথমিকভাবে আমরা ১৩ জনের মৃত্যুর তথ্য পেয়েছিলাম। এরপর ১৮ জনের কথা জানলাম। আর এখন তা ৩১ জনে দাঁড়িয়েছে।