ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মার্কিন সামরিক বাহিনীর সদস্যসহ চারজন নিহত হয়েছেন। উড়োজাহাজটি মার্কিন সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। দেশটিতে অবস্থিত মার্কিন দূতাবাস এ নিশ্চিত করেছে। তবে তারা এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, দক্ষিণ ফিলিপাইনের মাগুইন্দানাও দেল সুরে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় নিহত একজন মার্কিন মেরিন সেনা। বাকি তিনজন প্রতিরক্ষা ঠিকাদার। তারা মার্কিন নাগরিক কিনা তা স্পষ্ট নয়।
পুলিশ বলেছে, এখনো উড়োজাহাজ বিধ্বস্তের কারণ নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তিদের পরিচয়ও শনাক্ত করা সম্ভব হয়নি।
আঞ্চলিক পুলিশের মুখপাত্র জোপি ভেনচুরা ফরাসি বার্ত সংস্থা এএফপিকে বলেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে একটি জল মহিষকে আঘাত করে। এতে মহিষটি গুরুতর আঘাত হয়েছে।
পৌরসভার উদ্ধারকারী রিয়া মার্টিন বলেছেন, ‘দুর্ঘটনাস্থল থেকে আমরা চারজনের মরদেহ উদ্ধার করেছি। কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে।’
তিনি আরও বলেন, ‘মরদেহগুলো বিধ্বস্ত উড়োজাহাজটির পাশে পাওয়া গেছে। উড়োজাহাজটি ভেঙে দুই টুকরা হয়ে গেছে।’
সংবাদ সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের দূতাবাসের মুখপাত্র কনিষ্ক গঙ্গোপাধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড এ বিষয়ে একটি বিবৃতি দেবে বলে জানিয়েছেন তিনি।
ফিলিপাইনের সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, তারা মিন্দানাও দ্বীপে দুর্ঘটনার ব্যাপারে তথ্য প্রকাশ করতে পারছে না। কারণ এটি একটি গোপনীয় বিষয় ও তদন্ত চলমান।
পৌরসভার উদ্ধারকারী রিহা মার্টিন জানিয়েছেন, তার দল দুর্ঘটনাস্থলে চারটি মৃতদেহ পেয়েছে। তিনি জানান, দেহগুলো বিমানের কাছে পাওয়া গেছে এবং উড়োজাহাজটি দুই টুকরা হয়ে গেছে।
ফিলিপাইনে অল্পসংখ্যক মার্কিন সেনা ঘূর্ণায়মান পদ্ধতিতে স্বল্পমেয়াদে মোতায়েন থাকে। তারা সেখানে ইসলামিক স্টেটের সঙ্গে যুক্ত যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধরত সেনাদের গোয়েন্দা সহায়তা প্রদান করে, যারা মিন্দানাওতেও সক্রিয়।
যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড হাওয়াই থেকে এ দুর্ঘটনার বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেয়নি।
আঞ্চলিক পুলিশ বিভাগের মুখপাত্র জপি ভেনচুরা জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনো আম্পাতুয়ান পৌরসভার কাছে একটি খামারে ফিক্সড-উইং উড়োজাহাজটির দুর্ঘটনার কারণ নির্ধারণ করতে পারেননি।
এ ছাড়া নিহত চারজনের কাউকেই এখনো চিহ্নিত করা হয়নি জানিয়ে মুখপাত্র আরো বলেন, পুলিশ ও সেনা সদস্যদের দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে, যাতে প্রমাণ নষ্ট না করা হয়।
পুলিশ বিমানটির টেইল নম্বর এন৩৪৯সিএ হিসেবে চিহ্নিত করেছে, যা প্রতিরক্ষা সংস্থা মেট্রিয়ার কাছে নিবন্ধিত ছিল। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, এটি একটি বিচক্রাফট সুপার কিং এয়ার বি৩০০। সূত্র: সিএনএন, এপি