ফিফা র‍্যাঙ্কিং : শীর্ষ ১০ অপরিবর্তিত, বাংলাদেশ কোন অবস্থানে?

0
ফিফা র‍্যাঙ্কিং : শীর্ষ ১০ অপরিবর্তিত, বাংলাদেশ কোন অবস্থানে?

চলতি বছরের সবশেষ প্রকাশিত ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে সবগুলো দলের অবস্থান আগের মতোই আছে। শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন।

বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা সোমবার (২২ ডিসেম্বর) ২০২৫ সালের শেষবারের মতো র‌্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে স্পেনের (১৮৭৭.১৮) চেয়ে চার পয়েন্টের সামান্য কম নিয়ে দুইয়ে আছে আর্জেন্টিনা (১৮৭৩.৩৩)।

তাদের চেয়ে খুব বেশি পিছিয়ে নেই ফ্রান্সও। ১ হাজার ৮৭০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ফরাসিরা। পরিবর্তন আসেনি বাংলাদেশের অবস্থানেও। ৯১১.১ পয়েন্ট নিয়ে ১৮০ নম্বরে আছে লাল-সবুজেরা।

পয়েন্টের হিসেবে শীর্ষ ১০ দলের মধ্যে প্রথম তিন দলের পরের দলগুলো অনেকটা পিছিয়ে। শীর্ষ দশের পরের সাতটি দল যথাক্রমে-ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি ও ক্রোয়েশিয়া।

আন্তর্জাতিক ফুটবলে বেশিরভাগ দলগুলো এখন লম্বা বিরতিতে আছে। তবে সোমবার শুরু হয়েছে আফ্রিকান নেশন্স কাপ, চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রতিযোগিতাটি শেষের পরদিন পরবর্তী ফিফা র‌্যাঙ্কিং প্রকাশিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here