ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থানে মরক্কো

0
ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের সেরা অবস্থানে মরক্কো

আফ্রিকা কাপ অব নেশন্সের রানার্সআপ মরক্কো ফিফা র‍্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছে সেরা দশে। আট নম্বরে উঠে এসেছে দলটি। উন্নতি করেছে চ‍্যাম্পিয়ন সেনেগাল।

রাবাতে গত রবিবার ফাইনালে অতিরিক্ত সময়ে মরক্কোকে ১-০ গোলে হারায় সেনেগাল। অতিরিক্ত সময়ে গড়ানোর আগেই ম‍্যাচ জয়ের সুযোগ ছিল স্বাগতিকদের সামনে। কিন্তু ব্রাহিম দিয়াসের দুর্বল পানেনকা সহজেই ঠেকিয়ে দেন সেনেগাল গোলরক্ষক।

১৯৯৮ সালে প্রথমবার সেরা দশে জায়গা করে নিয়েছিল মরক্কো, সেবার ১০ নম্বরে ছিল দলটি। ২০২২ বিশ্বকাপের সেমি-ফাইনালিস্টরা এবার সেই কীর্তি ছাড়িয়ে গেল। আফ্রিকা কাপ অব নেশন্সে সবশেষ তিন আসরের দুটিতে শিরোপা জেতা সেনেগাল সাত ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছে নিজেদের সেরা ১২ নম্বরে। তাদের আগের সেরা অবস্থান ছিল ২০২৪ সালে ১৭তম।

আফ্রিকা কাপ নেশন্সের ফলাফল মহাদেশের দলটির র‍্যাঙ্কিংয়ে বিশাল প্রভাব ফেলেছে। তৃতীয় হওয়া নাইজেরিয়া জায়গা করে নিয়েছে ২৬ নম্বরে। তারা অর্জন করেছে সবচেয়ে বেশ ৭৯.০৯ পয়েন্ট, এগিয়েছে ১২ ধাপ। ক‍্যামেরুনও (৪৫) এগিয়েছে ১২ ধাপ। টুর্নামেন্টের সেমি-ফাইনালিস্ট মিশর চার ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছে ৩১ নম্বরে। তাদের চেয়ে তিন ধাপ এগিয়ে আছে আলজেরিয়া।

গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া গ‍্যাবন হারিয়েছে ৪৪.৯৭ পয়েন্ট। সবচেয়ে বেশি পয়েন্ট হারিয়ে দলটি নেমে গেছে ৮৬ নম্বরে।

শীর্ষ সাতে কোনো পরিবর্তন আসেনি। ইউরোপিয়ান চ‍্যাম্পিয়ন স্পেন ধরে রেখেছে শীর্ষ স্থান। তাদের পরেই আছে বিশ্ব চ‍্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর আছে যথাক্রমে ফ্রান্স, ইংল‍্যান্ড, ব্রাজিল, পর্তুগাল ও নেদারল‍্যান্ডস বাংলাদেশ আছে আগের জায়গাতেই, ১৮০ নম্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here