ফিফা ফেয়ার প্লে পুরস্কার জিতলেন জার্মান ক্লাব এসএসভি ইয়ান রেজেনবুর্ক ক্লাবের চিকিৎসক আন্দ্রেয়াস হারলাস-নয়কিং।
১৯৯৫ সাল থেকে ইয়ান রেজেনবুর্কের সঙ্গে আছেন হারলাস-নয়কিং। তিনি স্পোর্টস মেডিসিনের একজন চিকিৎসক এবং ক্রীড়া অস্ত্রোপচারে বিশেষজ্ঞ।
গত এপ্রিল মাসে বুন্ডেসলিগা দুইয়ে মুখোমুখি হয় মাকডেবুর্ক ও রেজেনবুর্ক। গ্যালারিতে তখন উৎসবমুখর পরিবেশ। গান, শ্লোগানে মুখরিত চারপাশ। হঠাৎ করে স্বাগতিক দলের একজন সমর্থক লুটিয়ে পড়েন।
হারলাস-নয়কিং খেলোয়াড়দের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে শোনেন এবং স্বাগতিক সমর্থকরা সেদিকে ছুটে যান। লাফ দিয়ে বাধা পার হয়ে ওই ভক্তের কাছে যান তিনি এবং চিকিৎসা দেন। নিশ্চিত করেন, মাকডেবুর্ক সমর্থক যথেষ্ট স্থিতিশীল এবং এরপর তাকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
সেই সময়ের ভীষণ গুরুত্বপূর্ণ এবং একজনের জীবন রক্ষায় নেওয়া ভূমিকার জন্য ফিফার ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জেতেন হারলাস-নয়কিং।

