ফিফা দ্য বেস্টে ভোটই দিলেন না রোনালদো!

0

ফিফা দ্য বেস্ট পুরস্কারে ভোটই দিলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো! এমন খবরই উঠে এসেছে নানা গণমাধ্যমের খবরে। জানা যায়, অধিনায়ক হিসেবে ভোট দেওয়ার ক্ষমতা থাকলেও তা কাজে লাগাননি রোনালদো।

তার বদলে ভোদ দিয়েছেন পেপে। যদিও রোনালদোই এখনো কাগজে-কলমে পর্তুগাল ফুটবল দলের অধিনায়ক।

পর্তুগালের তৎকালীন কোচ সান্তোসের পরিবর্তে ফিফা দ্য বেস্টে ভোট দিয়েছেন দলটির নতুন কোচ রবার্তো মার্তিনেজ। সেই হিসেবে কাতার বিশ্বকাপে অংশ নেওয়া কোচ কিংবা অধিনায়ক কেউই ভোট দেননি পর্তুগালের হয়ে।

মার্তিনেজের প্রথম ভোটটি পড়েছে এবারের ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ী মেসির বাক্সেই। পরের দুটি ভোট তিনি দিয়েছেন যথাক্রমে ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা ও এমবাপ্পেকে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here