ফিফা থেকে স্বস্তির খবর পেল আল নাসর

0
ফিফা থেকে স্বস্তির খবর পেল আল নাসর

ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফা থেকে স্বস্তির খবর পেল আল নাসর। ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাবটিকে ফুটবলার নিবন্ধনে নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। তবে সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলছে সৌদি প্রো লিগের ক্লাবটির।

আল নাসরের ওপর এই নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া হয়েছে, এবং মামলা আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মূলত ক্লাবটি ফিফার শাস্তির মুখোমুখি হয়েছিল খেলোয়াড়ের ট্রান্সফারের সঙ্গে সম্পর্কিত বিষয়ে একটি পুরোনো আর্থিক ঝামেলায় জড়িয়ে।

সৌদি আরবের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের অগাস্টে ম্যানচেস্টার সিটি থেকে আইমেরিক লাপোর্তকে দলে নেওয়ার চুক্তির অংশ হিসেবে ঠিকমতো অর্থ পরিশোধ না করায় আল নাসরকে শাস্তি দেওয়া হয়েছিল। আল নাস্‌রের কাছ থেকে ২০২৫ সালের ৩১ অগাস্ট ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির ৯০ লাখ ইউরো পাওয়ার কথা ছিল। সেটা নির্ধারিত সময়ে পরিশোধ না করায় আল নাস্‌রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাস্‌রে যোগ দেওয়ার কয়েক মাস পর, ২০২৩ সালের জুলাই মাসেও ক্লাবটিকে একইরকম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ফিফার এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখন দলে খেলোয়াড় ভেড়াতে আর কোনো বাধা থাকল না রোনালদোর ক্লাবের।

২০২৫–২৬ মৌসুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে বুধবার রাতে ইরাকের ক্লাব আল জাওরা এসসি-র মুখোমুখি হবে আল নাসর। তবে এই ম্যাচে খেলবনে না পর্তুগিজ মহাতারকা রোনালদো। আগামী ২৭ ডিসেম্বর সৌদি প্রো লিগে আল ওখদুদের বিপক্ষে দেখা যেতে পারে পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ীকে।

চলতি মৌসুমে লিগে ৯ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাস্‌র। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে তারা। লিগে এখন পর্যন্ত ১০ গোল করে শীর্ষ গোলদাতার তালিকায় দুইয়ে আছেন রোনালদো। ‘সিআর সেভেন’ থেকে এক গোল বেশি করেছেন জাতীয় দল ও ক্লাবের সতীর্থ হোয়াও ফেলিক্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here