ফিফার বর্ষসেরা উসমান দেম্বেলে

0
ফিফার বর্ষসেরা উসমান দেম্বেলে

চলতি বছর ফিফা দ্য বেস্ট মেনস প্লেয়ার হিসেবে নির্বাচিত হয়েছেন ফ্রান্সের তারকা ফুটবলার উসমান দেম্বেলে। মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত ফিফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এই মর্যাদাপূর্ণ পুরস্কার গ্রহণ করেন তিনি। এর মাধ্যমে ২০২৫ সালে নিজের সাফল্যের ঝুলিতে আরেকটি বড় অর্জন যোগ করলেন দেম্বেলে। এর আগে সেপ্টেম্বরে তিনি জিতেছিলেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান ব্যালন ডি’অর।

প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) জার্সিতে দেম্বেলের মৌসুম ছিল ঐতিহাসিক। তার অসাধারণ পারফরম্যান্সে পিএসজি ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে।

বর্ষসেরা এই পুরস্কারের দৌড়ে দেম্বেলে পেছনে ফেলেছেন বার্সেলোনার বিস্ময় প্রতিভা লামিনে ইয়ামাল এবং রিয়াল মাদ্রিদের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে।

দেম্বেলে ও ইয়ামাল জায়গা পেয়েছেন দ্য বেস্ট ফিফা মেনস একাদশে। তবে চমক হিসেবে এই একাদশে স্থান পাননি এমবাপ্পে। মিডফিল্ডে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের কোল পামার ও জুড বেলিংহাম, সঙ্গে ছিলেন পিএসজির ভিতিনিয়া এবং বার্সেলোনার পেদ্রি।

গোলরক্ষক হিসেবে সম্মাননা পেয়েছেন ইতালির জিয়ানলুইজি দোন্নারুম্মা, যিনি আগেই জিতেছেন দ্য বেস্ট ফিফা মেনস গোলকিপার পুরস্কার। রক্ষণভাগে ছিলেন পিএসজির আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, নুনো মেন্ডেস এবং লিভারপুল অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক।

নারী ফুটবলে টানা তৃতীয়বারের মতো দ্য বেস্ট ফিফা উইমেন্স প্লেয়ার নির্বাচিত হয়েছেন বার্সেলোনার মিডফিল্ডার আইতানা বোনমাতি। তিনি পেছনে ফেলেছেন নিজের জাতীয় দলের সতীর্থ মারিওনা কালদেন্তেই ও আলেক্সিয়া পুতেলাসকে। তিনজনই জায়গা পেয়েছেন দ্য বেস্ট ফিফা উইমেন্স একাদশে।

কোচিং বিভাগে পুরস্কার জিতেছেন পিএসজি কোচ লুইস এনরিকে, যিনি নির্বাচিত হয়েছেন দ্য বেস্ট ফিফা মেনস কোচ হিসেবে। আর নারী ফুটবলে দ্য বেস্ট ফিফা উইমেন্স কোচ নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের সফল কোচ সারিনা উইগম্যান।

এদিকে ২০২৫ সালের পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টিনার ক্লাব ইন্ডিপেন্ডিয়েন্তের সান্তিয়াগো মন্টিয়েল। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here