ফিফার নিষেধাজ্ঞায় রোনালদোর দল

0
ফিফার নিষেধাজ্ঞায় রোনালদোর দল

সৌদি প্রো লিগের একাধিক ক্লাবের বিরুদ্ধে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার তালিকায় পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরও রয়েছে। আল নাসরসহ সৌদি আরবের আরও তিন ক্লাব—আল শাবাব, দামাক ও আল রিয়াদকে দলবদল উইন্ডোর জন্য নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। 

স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) চলতি বছরের নিষেধাজ্ঞা দলগুলো বিষয়ে তথ্য হালনাগাদ করেছে ফিফা। ওই তালিকায় রোনালদোর আল নাসরের ক্লাবও রয়েছে। সাধারণত নির্দিষ্ট সংখ্যক দলকে দলবদল উইন্ডোর জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলেও, আল-নাসরের ক্ষেত্রে ফিফার তালিকায় সময়সীমা উল্লেখ করা হয়েছে, যেখানে স্পষ্ট করে লেখা- শুধু ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত’।

ফলে এই নিষেধাজ্ঞা কতদিন চলবে, তা স্পষ্ট নয়। মৌসুমের দ্বিতীয় অংশের দলগঠন শুরু হয়ে যাওয়ার সময় এমন অনিশ্চয়তা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে রোনালদোর ক্লাবের। কেননা দীর্ঘ এক মাস পর আবারও ফুটবল মাঠে ফেরার অপেক্ষায় ছিলেন রোনালদো।

এমন ঘটনা অবশ্য আল-নাসরের জন্য একেবারে নতুন নয়। ২০২৩ সালের জুলাইয়ে, ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাবে যোগ দেওয়ার কয়েক মাসের মধ্যেই একই ধরনের নিবন্ধন নিষেধাজ্ঞার মুখে পড়েছিল তারা। সেই নিষেধাজ্ঞার পেছনে ছিল ২০১৮ সালে লেস্টার সিটি থেকে আহমেদ মুসাকে দলে ভেড়ানোর আর্থিক জটিলতা। ১৪ মিলিয়ন পাউন্ডে আল নাসরে যোগ দেওয়া মুসা ক্লাবটির হয়ে লিগ জিতেছিলেন এবং ২০২০ সালে দল ছাড়েন। তবে ফিফা পরবর্তীতে জানায়, পারফরম্যান্স-ভিত্তিক বোনাস বাবদ লেস্টারকে দেওয়ার কথা থাকা প্রায় ৩ লাখ ৯০ হাজার পাউন্ড পরিশোধ করেনি আল নাসর। 

এই ঘটনার জেরে ২০২১ সাল থেকে সতর্কবার্তা দেওয়া হলেও সময়মতো অর্থ পরিশোধ না হওয়ায় আল নাসরের ওপর নিষেধাজ্ঞা আসে। পরে প্রায় ২০ লাখ ইউরো পরিশোধ করে দ্রুত সমস্যার সমাধান করে ক্লাবটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here