ইতিমধ্যে শোবিজে নিজের অবস্থানের জানান দিয়েছেন অভিনেত্রী ফারিন খান। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে কাজ করেছেন মিউজিক ভিডিও, টিভিসি, সিনেমা ও নাটকে। বর্তমানে একাধিক নাটক ও ওয়েব সিরিজের কাজ নিয়ে ব্যস্ত ফারিন। সম্প্রতি তার নতুন দুটি নাটক উন্মুক্ত হয়েছে ইউটিউবে।
বাংলাদেশ প্রতিদিনকে ফারিন বলেন, প্রায় সাতটি ফিকশনের কাজ শেষ করেছি। কাজগুলো দ্রুতই দর্শক দেখতে পাবেন। এর মধ্যে সম্প্রতি আমার ‘প্রেম মহব্বত’ ও ‘মিথ্যে গল্প’ নামের দুটি নাটক মুক্তি পেয়েছে। এর প্রথম কাজটি মোহন আহমেদের আর দ্বিতীয়টি সকাল আহমেদের। দু’টি নাটকেই আমার হিরো আরোশ খান। এর বাইরে আবিদ মল্লিকের পরিচালনায় ওটিটির একটি কাজ করা হয়েছে। পাশাপাশি টিভিসি করছি এবং কয়েকটি ব্রান্ডের সাথে কাজ করছি।
ব্যাটারি গলিতে বসবাস করেন ব্যতিক্রম কিছু যুবক। তাদের কেউ ড্যান্স নিয়ে ব্যস্ত, কারো মনোযোগ শরীর চর্চায়; আবার কারো কারো বিরোধ ইন্টারনেট ও ডিশ লাইনের ব্যবসা নিয়ে। এসবের মাঝে হঠাৎ সুন্দরী এক নারীর আগমন ঘটে। এরপর তাকে কেন্দ্র করে শুরু হয় বড় গ্যাঞ্জাম।
উল্লেখ্য, অতিসম্প্রতি জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমির দর্শকপ্রিয় ‘ফিমেল থ্রি’ নাটকের শেষে ব্যাটারি গলির নতুন ভাড়াটিয়া হিসেবেও নজর কাড়েন ফারিন খান। নাটকটিতে তার মাত্র ৩০ সেকেন্ডের উপস্থিতি দর্শকদের মনে ধরে যায়। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও চর্চা হয়েছে।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পা রাখলেও রুপালি পর্দায় অভিনয়ের স্বপ্ন ছিল ফারিনের। ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু নামি ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ হয়েছেন ফারিন; হেঁটেছেন র্যাম্পেও। পরবর্তীতে নাম লেখান অভিনয়ে। ২০১৭ সালে ‘ধ্যাততেরিকি’ ছবিতে নায়িকা হিসেবে তার অভিষেক হয়।