ফাহিমের তৃতীয় হিন্দি গান ‘তু হে কাহা’

0

তরুণ কণ্ঠশিল্পী ফাহিম ইসলাম, বাংলার পাশাপাশি হিন্দি ও ইংরেজি গানেরও চর্চা করেন। ২০২১ সালে প্রকাশিত তার গাওয়া প্রথম হিন্দি গান ‘হে ডিজে’ এরই মধ্যে ৫০ লাখের বেশি দর্শক দেখেছে।

এরপর তার গাওয়া ‘গালি গালি’ গানটিও বেশ শ্রোতাপ্রিয় হয়। এবার আরও একটি নতুন হিন্দি গান নিয়ে আসছেন তিনি। গানটির শিরোনাম ‘তু হে কাহা’। এতে মডেল হয়েছেন র‌্যাম্প তারকা আফরিনা তৃণ।

রাশেদ মজুমদারের পরিচালনায় নতুন এই গানের সুর করেছেন অম্লান চক্রবর্তী । বিক্রম চৌধুরীর কথায় এ গানটি আসছে ৩ জুলাই ইউটিউবে ডেডলাইন রেকর্ডস চ্যানেলে প্রকাশ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here