বন্ধুত্বের গল্প। তার সঙ্গে হাস্যরস আর কিছুটা প্রেমের আঁচ। ব্যাস, এতেই চমক দেখিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। এর আগে ‘ব্যাড বাজ’ ও ‘গুড বাজ’ প্রচারের পর রেকর্ড পরিমাণ সাড়া পেয়েছিল। নতুন বছরের ভালোবাসা দিবসে অমি এবার ‘লাভ বাজ’ নিয়ে হাজির হচ্ছেন।
ক্লাব ইলেভেন ও বুম ফিল্মসের ব্যানারে নির্মিত এই ভ্যালেন্টাইন প্রজেক্টে অভিনয় করছেন এই সময়ের দুইমুখ ফারিন খান ও শাশ্বত দত্ত। যেখানে ফারিনকে দেখা যাবে আয়না চরিত্রে, অন্যদিকে শাশ্বত অভিনয় করেছেন তানিম চরিত্রে।
ফারিন-শাশ্বতের সঙ্গে আগের দুই নাটকে যারা ছিলেন, এবারও তাদের অনেকেই থাকছেন। কিছু পরিবর্তনও দেখা যাবে।