ফারহান-তিশার ‘হৃদয়জুড়ে তুমি’

0

উজ্জ্বল ও ঝুমুরের প্রেমের পথের কাঁটা হয়ে দাঁড়ায় ভয়ংকর সন্ত্রাসী শফিক। যে কিনা কাউকে মারার আগে ১ মিনিটও ভাবে না। এমনই এক তুমুল প্রেমের ভয়ংকর গল্প নিয়ে এই ঈদে চমকে দিতে যাচ্ছেন মুশফিক আর ফারহান ও তানজিন তিশা।

সিএমভি’র ব্যানারে ‘হৃদয়জুড়ে তুমি’ নামের এই বিশেষ নাটকের চিত্রনাট্য লিখেছেন অবয়ব সিদ্দিকী আর নির্মাণ করেছেন তৌফিকুল ইসলাম।

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, সিএমভি’র ঈদ আয়োজনে ‘হৃদয়জুড়ে তুমি’ উন্মুক্ত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here