আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে এল ফাফ ডু’প্লেসির নাম। নামিবিয়ার জাতীয় দলের অধিনায়ক করা হয়েছে ডু’প্লেসিকে। বিশ্বকাপের বাছাইপর্ব খেলবেন তিনি। তবে এই ডু’প্লেসি দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক নন। দু’জনের নাম এক। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের খেলা ডু’প্লেসির বয়স এখন ৪০। আর নামিবিয়ার অধিনায়কের বয়স মাত্র ১৭ বছর।
নামিবিয়ার অনূর্ধ্ব-১৯ দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন ডু’প্লেসি। তাকেই এ বার অধিনায়ক করা হয়েছে। সামনেই ২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বাছাইপর্ব রয়েছে। সেখানে ডিভিশন ১-এ রয়েছে নামিবিয়া। তারা বাদে কেনিয়া, নাইজেরিয়া, সিয়েরা লিয়োনে, তাঞ্জানিয়া ও উগান্ডা রয়েছে। অর্থাৎ, আফ্রিকার দেশগুলিকে নিয়ে তৈরি এই ডিভিশন। ২৮ মার্চ নাইজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ নামিবিয়ার।
অধিনায়ক হিসাবে ডু’প্লেসির নাম ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকের প্রথমে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ডু’প্লেসির সঙ্গে তাকে গুলিয়ে ফেলেছিলেন। ৪০ বছর বয়সে তিনি কী ভাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলবেন সেই প্রশ্ন তোলেন তারা। পরে অবশ্য সকলের ভুল ভেঙেছে। তবে তত ক্ষণে সমাজমাধ্যম ভরে গিয়েছে মজার মজার মিমে।
২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আয়োজক দেশ জিম্বাবুয়ে।