ফাউন্ডেশন ফ্রি মেকআপ

0

অফিস বা ঘরোয়া কোনো দাওয়াতেও গ্ল্যাম মেকআপ ভালো লাগে না; আবার একদম মেকআপ ছাড়াও দেখতে ভালো লাগে। আজকাল ফাউন্ডেশন ফ্রি মেকআপ বেশ ট্রেন্ডি। জেনে নিন কীভাবে করবেন…

ফাউন্ডেশন ফ্রি মেকআপ লুক

* যে কোনো মেকআপ লুক ক্রিয়েট করার প্রথম শর্ত- স্কিনে হাইড্রেশন প্রোভাইড করা। এজন্য ত্বকের ধরন অনুযায়ী ক্লিনজার দিয়ে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিন। এরপর ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করুন।

* প্রাইমারের সুবিধা হচ্ছে এটি মেকআপ বেইজ ক্রিয়েট করে। পোরস ভিজিবিলিটি কমাতে, ম্যাট ফিনিশ দিতে এটি অ্যাপ্লাই করতে হয়। এক্ষেত্রে বেছে নিন লাইট ওয়েট, এবং পোর মিনিমাইজিং প্রাইমার।

* ফাউন্ডেশন ফ্রি মেকআপ লুক ক্রিয়েট করার জন্য কনসিলার অ্যাপ্লাই করতে হবে। কারণ ফেইসে হাইপারপিগমেন্টেশন, ব্লেমিশ, স্পটস, রেডনেস, ডার্ক আন্ডার আই ঢাকতে এটি দারুণ কার্যকরী। এজন্য হাইড্রেটিং কনসিলার বেছে নিতে পারেন।

* এবার ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করে নিন। কনসিলার অ্যাপ্লিকেশনের জায়গাসহ টি-জোনে পাউডার লাগিয়ে নিন। এতে এক্সেস অয়েল খুব সহজে অ্যাবজর্ব হয়ে যাবে।

* মেকআপ একটু হালকা হলেও অল্প পরিমাণ ব্লাশ অ্যাপ্লাই করলেও ন্যাচারাল লুক দেবে। এজন্য চিকবোনে সামান্য ব্লাশ লাগিয়ে নিন। মেকআপ লুককে সান কিসড কমপ্লেক্সন দিতে নাকের ওপরেও খানিকটা ওয়ার্ম টোনের ব্লাশ লাগিয়ে নিতে পারেন।

* মিনিমাল আই মেকআপ এবং লিপস্টিক অ্যাপ্লাই করে নিলেই যথেষ্ট। মেকআপ শেষে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here