‘ফাইল নম্বর ৬০৬’

0

পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর তৈরি বঙ্গবন্ধুর গোয়েন্দা ফাইলগুলোর প্রথম খণ্ড নিয়ে চলচ্চিত্রকার প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন বানিয়েছেন দেশের প্রথম গোয়েন্দা ডকু-ফিকশন ‘ফাইল নম্বর ৬০৬’। 

বঙ্গবন্ধুর ওপর পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর তৈরি ফাইলগুলোর ১৪ খণ্ডের সম্পাদিত বইয়ের ‘প্রথম খণ্ড ১৯৪৮-১৯৫০ সাল’ নিয়ে তৈরি করেছেন তিনি। সিরিজ বইটির নাম ‘সিক্রেট ডকুমেন্ট অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’। 

কীভাবে প্রামাণ্যচিত্রটি তৈরি করেছেন এ প্রশ্নের জবাবে চলচ্চিত্রকার তুহিন বলেছেন, “বঙ্গবন্ধুর ওপর আমার একান্ত ভালোবাসা ও শ্রদ্ধার কারণে নিজের চেষ্টা ও সবার সহযোগিতায় বিশেষ প্রামাণ্যচিত্রটি নির্মাণ করতে পেরেছি। ‘ফাইল নম্বর ৬০৬’র বাকি ১৩টি খণ্ড নিয়ে ডকুমেন্টারি ফিকশন তৈরি করব ও বাংলাদেশের এবং বিশ্বের আগামী দিনের অন্যতম রাজনৈতিক এবং গোয়েন্দা দলিলগুলোকে মূর্ত করে রাখব ও বিশ্বের সব দেশে পৌছে দেব।” 

আগামী মঙ্গলবার ১১ এপ্রিল বিকেল ৪টায় ঢাকার রমনার আইইবি মিলনায়তনে ৪টায় ‘ফাইল নম্বর ৬০৬’র উদ্বোধনী প্রদর্শনী হবে।

পরিচালক জানিয়েছেন, “শিক্ষাপ্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ স্থান, ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে ‘ফাইল নম্বর ৬০৬’র প্রদর্শনীর আয়োজন করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here