আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রবিবার (১৯ নভেম্বর) স্বাগতিকদের হারিয়ে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জয় করেছে অস্ট্রেলিয়া। ১ লাখ ৩২ হাজার দর্শককে হতাশায় ডুবিয়ে শিরোপা নিয়ে গেছে অজিরা। বিশ্বকাপ ফাইনাল হারের বেদনা ভুলতে না ভুলতেই অজিদের বিপক্ষে আবারও মাঠে নামতে হচ্ছে ভারতকে। যদিও পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না নিয়মিত দলের অনেকে। দলকে নেতৃত্ব দিবেন সূর্যকুমার। সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে এসে ফাইনালে হারের অনুভূতি জানান তিনি।
ফাইনালে হাসেনি সূর্যকুমারের ব্যাট। ২৮ বলে করেছেন ১৮ রান, যা কিনা পরিস্থিতির সঙ্গে মোটেই মানানসই নয়। তার এই ইনিংস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনা হয়েছে অনেক। সাবেক ক্রিকেটারদের কেউ কেউ তাকে ধুয়ে দিচ্ছেন। ফাইনাল হারায় সূর্যকুমারের কষ্টটা তাই একটু বেশিই।
এই ব্যাটার আরও বলেন, ‘খুবই কঠিন সময়। সহজে এই হারের ধাক্কা কাটাতে পারব না। তবু জানি নতুন সিরিজ শুরু করতে হবে, সামনে এগোতে হবে। কিন্তু বারবার ফাইনালটা মাথায় এসে ভীড় করছে। ফাইনালে হারটা ছিল আতঙ্কের মতো। কিছুতেই ধাক্কাটা কাটিয়ে উঠতে পারছি না।’