ফাইনালে হেনরিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ গ্যারি স্টিড

0

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাঁধের চোটে পড়েন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। তবে ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচের আগেই হেনরি কাঁধের ইনজুরি থেকে সেরে উঠবেন বলে আশাবাদী নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড।

আসরের দ্বিতীয় সেমিফাইনালে গত বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ক্যাচ নেওয়ার সময় ডান কাঁধে ব্যথা পান হেনরি। এরপর মাঠ ছেড়ে চলে যান। ড্রেসিংরুমে প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় মাঠে আরও ২ ওভার বল করেন তিনি। ম্যাচে ৭ ওভারে ৪৩ রানে ২ উইকেট নেন হেনরি।

হেনরির ফাইনাল খেলার ব্যাপারে স্টিড বলেন, ‘কাঁধের ইনজুরি নিয়ে এখনও অস্বস্তিতে হেনরি। আমাদের দৃষ্টিকোণ থেকে ইতিবাচক দিক হল- সে মাঠে ফিরে বোলিং করছে।’

বল হাতে দারুণ ছন্দে থাকা হেনরি টুর্নামেন্টে এ পর্যন্ত  ৪ ম্যাচে সর্বোচ্চ  ১০ উইকেট শিকার করেছেন। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৪২ রানে ৫ উইকেট নেওয়া ডান-হাতি পেসার হেনরি ফাইনালেও নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ সদস্য।

স্টিড বলেন, ‘আমরা স্ক্যান করানোর পাশাপাশি তাকে নিয়ে আরও কাজ করেছি। এই ম্যাচে খেলার জন্য তাকে সব রকম সুযোগই দেওয়া হবে। কিন্তু এই মুহূর্তে তার অবস্থা অজানা। এখনও  সে কাঁধে কিছুটা ব্যথা অনুভব করছে। আশা করি সুস্থ হয়ে যাবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here