ফাইনালে কেউ ফেভারিট নয়: আনচেলত্তি

0

মায়োর্কাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ফুটবলের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার (১০ জানুয়ারি) রাতে সৌদি আরবে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কাকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল। আগামী ১৩ জানুয়ারি ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে মাঠে নামার আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, এই ফাইনালে কেউই ফেভারিট নয়।

তিনি বলেন, ‘বার্সার বিপক্ষে ম্যাচটা কেমন হবে সেটা বলা কঠিন। লড়াইটা হাড্ডাহাড্ডি হবে এটা নিশ্চিত। দুই দলই মানসম্মত ফুটবল খেলবে। আমরা অবশ্যই বার্সেলোনার চেয়ে ভালোভাবে শেষ করতে চাইব।’

সুপার কাপে রেকর্ড ১৪ বার শিরোপা জিতেছে বার্সা। রিয়াল জিতেছে ১৩ বার। মায়োর্কার বিপক্ষে ম্যাচের ভুল পেছনে ফেলে ফাইনাল জিতে বার্সাকে ছুঁতে চান আনচেলত্তি।

তিনি বলেন, ‘আমরা খুব ভালোভাবে ম্যাচটা শুরু করেছিলাম। তবে সময়ের সাথে কঠিন হয়ে উঠেছে। তাদের রক্ষণটা দুর্দান্ত ছিল। আমাদের অনেকবার সমস্যায় পড়তে হয়েছে। আশা করি সামনের ম্যাচে আমরা আরও ভালো খেলেই শিরোপা জিতব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here