লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ফাইনালে ওঠার সুযোগ হারাল সাকিব আল হাসান ও লিটন দাসের গল টাইটান্স। বৃহস্পতিবার কোয়ালিফায়ার ওয়ানে ডাম্বুলা অরার কাছে ৬ উইকেটে হারে সাকিবরা।
ব্যাট হাতে বড় ইনিংস খেলতে না পারলেও বরাবরের মতোই বল হাতে উজ্জ্বল ছিল সাকিব। ১৭ বলে ৩ চারে ১৯ রানে ফেরেন এই অলরাউন্ডার। এছাড়া মিতব্যয়ী বোলিংয়ে ২৩ রান খরচ করে নেন এক উইকেট। তবে আবারও ব্যাটিংয়ে হতাশা উপহার দিয়েছেন বাংলাদেশি ওপেনার লিটন দাস। ৭ বলে ১ চারে ৮ রান করেন তিনি।
ফিল্ডিংয়ে নেমে পাওয়ার প্লের ভেতরই উইকেটের দেখা পায় গল। সেটাও সাকিব-লিটনের হাত ধরে। সাকিবের বলে আভিশকা ফার্নান্দোকে স্টাম্পিং করেন লিটন। যদিও তাতে খুব একটা অসুবিধায় পড়েনি ডাম্বুলা। তৃতীয় উইকেটে কুশল পেরেরা ও কুশল মেন্ডিসের ৬৯ রানের জুটিতে ভর করে দুই বল হাতে রেখেই ফাইনালে পৌঁছে যায় তারা। পেরেরা ৫৩ ও ম্যাচসেরা হওয়া মেন্ডিস খেলেন ৪৯ রানের ইনিংস।