ফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাটিংয়ে সাকিবের রংপুর

0

বিপিএলের গ্রুপপর্বে দারুণ খেলা রংপুর রাইডার্স হোঁচট খেয়েছে প্রথম কোয়ালিফায়ারে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে হারলেও তাদের ফাইনালে ওঠার সুযোগ শেষ হয়নি। আজ ফরচুন বরিশালের বিপক্ষে জিতলেই ফাইনালে যাবে রংপুর। 

বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে মিরপুর শেরে বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুর রাইডার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

মিরপুরে দুই দলের প্রথম সাক্ষাতে তামিমের বরিশাল জিতেছিল ৫ উইকেটে। আবার চট্টগ্রামে গিয়ে দ্বিতীয় সাক্ষাতে রংপুর জয় পেয়েছে ১ উইকেটে। আজকের ম্যাচটিতে যারা জিতবে তারা চলে যাবে ফাইনালে। যে কারণে দুই দলের কাছেই ম্যাচটি বাঁচা-মরার। এবারের আসরে দুই দলের মুখোমুখি লড়াইয়ে জয় এসেছে পরে ব্যাট করা দলের।  

রংপুর রাইডার্স একাদশ 

নুরুল হাসান সোহান (অধিনায়ক), নিকোলাস পুরান, রনি তালুকদার, সাকিব আল হাসানা, মোহাম্মদ নবি, জিমি নিশাম, শেখ মাহেদি, শামিম হোসাইন, ফজল হক ফারুকি, হাসান মাহমুদ ও আবু হায়দার রনি।  

ফরচুন বরিশাল একাদশ

তামিম ইকবাল (অধিনায়ক), কাইল মেয়ার্স, সৌম্য সরকার, ডেভিড মিলার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, জেমস ফুলার, মোহাম্মদ সাইফউদ্দিন, ওবেড ম্যাককয় ও তাইজুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here