ফাইনালে আবারও মুখোমুখি মেসি-মুলার

0
ফাইনালে আবারও মুখোমুখি মেসি-মুলার

এমএলএস কাপের ফাইনালে ইন্টার মায়ামির বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছেন থমাস মুলার। ৬ ডিসেম্বর ইন্টার মায়ামির বিপক্ষে শিরোপা লড়াইকে ‘পারফেক্ট ফাইনাল’ বলেই মনে করছেন ভ্যানকুভার হোয়াইটক্যাপসের জার্মান ফরোয়ার্ড। তার মতে, বড় তারকা মেসি-মুলারকে ঘিরে আলোচনাই নয়, দুই দলের আক্রমণাত্মক ফুটবলই ম্যাচের আসল আকর্ষণ।

মুলার বলেন, ‘এটা দুর্দান্ত এক ম্যাচ হবে। পুরোনো প্রতিপক্ষদের আবার দেখতে ভালো লাগে। দুটি দলই আকর্ষণীয় ও আক্রমণাত্মক ফুটবল খেলছে। আমার চোখে এটি নিখুঁত এক ফাইনাল। এর অংশ হতে পেরে আমি আনন্দিত।’ 

মুলার আরও যোগ করেন, আমাদের দল এই মৌসুমে দুবার ইন্টার মায়ামিকে হারিয়েছে, তবে সেটাও চূড়ান্ত ফল নির্ধারণ করে না। সব ঠিক হয় মাঠেই।’

মেসি খেলেছেন এমন দলগুলোর বিপক্ষে মুলারের জয় ৭টি, হার ৩টি। ২০১০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল জার্মানি, আর ২০১৪ বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলের জয়ে শিরোপা জেতে মুলাররা। সে দুটি ম্যাচেই আর্জেন্টিনা স্কোয়াডে ছিলেন ইন্টার মায়ামির বর্তমান কোচ হাভিয়ের মাসচেরানো।

ইন্টার মায়ামির কোচ মাসচেরানো মুলারকে প্রশংসা করে বলেন, ‘মুলারের বিরুদ্ধে আমার স্মৃতি খুব ভালো নয়, তবে সে তার জেনারেশনের সেরাদের একজন।’

মুলারের মতে, অতীত নয়, শনিবারের ৯০ মিনিটই সব ঠিক করবে। মৌসুমে দুবার মায়ামিকে হারালেও তিনি সতর্ক, ‘ফাইনাল সব সময়ই আলাদা। আশা করি ভালো কিছু নিয়েই মাঠ ছাড়ব।’

যদিও কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে ইন্টার মায়ামিকে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে বিদায় করেছিল হোয়াইটক্যাপস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here